অনলাইন আর্নিং

অনলাইন উপার্জন বর্তমানে বাংলাদেশের যুব সমাজের মধ্যে এক গুরুত্যপূর্ণ এবং আলোচিত বিষয় । চাকরি খোঁজার পাশা পাশি যুব সমাজের এক বিশাল জনগোষ্টি অনলাইন উপার্জন বা অনলাইন আর্নিং এর প্রতি ধাবিত হচ্ছে , যাঁকে আমরা Outsourcing পেশা হিসেবে জানি । অনলাইন থেকে যে কেউ উপার্জন করতে পারে । আপনি যদি কম্পিউটারের বেসিক জ্ঞানসম্পন্ন একজন কঠোর পরিশ্রমী মেধাবী ব্যক্তি হন এবং আপনার যদি একটা কম্পিউটার এবং বাসায় ইন্টারনেট সংযোগ থাকে তাহলে আপনি ও ঘরে বসে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন ।

অনলাইন আর্নিং এর কিছু উপায় 

 

অনলাইন থেকে ভিবিন্ন উপায়ে উপার্জন করা যায় । অনলাইন থেকে উপার্জনের সব চেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে সঠিক তত্থাবধান ও আর্নিং এর উপযুক্ত উৎস নির্বাচন । এ ক্ষেত্রে আমাদের ব্লগ অনুসরণ করুন আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন । অনলাইন আর্নিং এর কিছু পন্থা নিচে আলোচনা করা হলো ।

পার্টনার প্রোগ্রাম : পার্টনার প্রোগ্রাম টা হলো মূলত একটা মার্কেটিং পদ্ধতি যেটা সাধারণত বিভিন্ন কোম্পানি তার গ্রাহকদের দিয়ে থাকে । যেমন referral  program  ও affiliate program । এ দুটোয় হচ্ছে মার্কেটিং পদ্ধতি । এদের মার্কেটিং স্ট্রাটেজি ভিন্ন হলে ও উদ্দেশ্য এক , তা হলো গ্রাহক প্রধান করা ।
আপনি কোনো একটা কোম্পানির পার্টনার প্রোগ্রাম এ signup করলে একটা referral বা affiliate লিংক পাবেন ।ওই লিঙ্ক দিয়ে আপনাকে ওই কোম্পানিতে গ্রাহক আন্তে হবে ।

No comments:

Post a Comment

এইখানে আপনার মন্তব্য লেখুন