Friday, 6 December 2019

Make money online fast

Blogging: আগে মানুষ সাধারণত শখের বশে কিংবা নিজের অভিব্যাক্তি প্রকাশ করার জন্য ব্লগিং করতো । সময়ের পরিবর্তনের সাথে সাথে ব্লগিং একটি ব্যবসা কিংবা অনলাইন আয়ের উৎস  হিসেবে পরিগণিত হচ্ছে । ব্লগিং এর মাধ্যমে একটা ব্যবসা কে ব্র্যান্ডিং করার পাশা পাশি পণ্যের মার্কেটিং এর মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় ।

ব্লগে থার্ড পার্টি পণ্যের মার্কেটিং এর পাশা পাশি এডস monetize করা যায় । ব্লগে এডস monetize করে প্রচুর পরিমানে অর্থ উপার্জন করা যায় । বিভিন্ন এডস নেটওয়ার্ক কোম্পানি এই এডস গুলো সরবরাহ করে থাকে । যেমন : এডসেন্স , bidvertiser , এডস্টাররা , প্রপেলালেরাড্স etc । এই সব এডস নেটওয়ার্ক এ আপনাকে publisher হিসেবে রেজিস্ট্রেশন করে নির্দেশনা মোতাবেক এডস কোড গুলো আপনার ব্লগে পোস্ট করতে হবে , তারপর থেকে আপনার উপার্জন শুরু হবে।

Affiliate Program: affiliate মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে দ্রুত সময়ে অনেক টাকা উপার্জন করা যায় । affiliate হলো একটা মার্কেটিং প্রসিডিউর যার মাধ্যমে কোনো কোম্পানি কে কাস্টমার সরবরাহ করা হয় । প্রতিটি affiliate মেম্বার থেকে কোম্পানি যে বেনিফিট করে তার একটা নির্দিষ্ট অংশ affiliate মার্কেটারদের দিয়ে থাকে ।

affiliate মার্কেটিং হলো বর্তমানে অনলাইন থেকে টাকা উপার্জনের সব চেয়ে জনপ্রিয় এবং বহুল বহৃত একটা উপায় । বিভিন্ন কোম্পানি তাদের ব্যবসায়িক পরিধির প্রচার এবং প্রসার ঘটাতে affiliate ফেসিলিটি দিয়ে থাকে । যে কেউ affiliate প্রোগ্রাম এ রেজিস্ট্রেশন করে উপার্জন করতে পারে । যেমন : আমাজন affiliate প্রোগ্রাম হচ্ছে সর্বাদিক পরিচিত এবং জনপ্রিয় একটা affiliate প্রোগ্রাম ।

YouTubing : YouTube এ ভিডিও ব্লগ তৈরি বর্তমানে একটা ট্রেন্ডিং বিষয় হয়ে দাঁড়িয়েছে । যুবক যুবতীদের পাশা পাশি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্টান , সংগঠন ও প্রাপ্ত বয়স্করা ও YouTube এ ভিডিও ব্লগিং করছে , জেক আমরা vlog হিসেবে জানি । সাধারণত যেকোনো একটা টপিকস এর উপর ভিত্তি করে Vloging করা হয় । আর এ জন্য YouTube এর যাবতীয় শর্ত মেনে YouTube চ্যানেল create করতে হয় ।

YouTube সমস্ত requirement ফুলফিল করতে পারলে মেলে ads monetization এর সুবিধা । ads monetize করে YouTube  থেকে বিভিন্ন চ্যানেল প্রচুর পরিমান অর্থ উপার্জন করে থাকে । আপনি ও আপনার চ্যানেল তৈরি করে আজ থেকে চেষ্টা করতে পারেন ।

Facebook Monetization : ফেইসবুক হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত এবং জনপ্রিয় সোশ্যাল ওয়েবসাইট । বিশ্বের সর্বাদিক মানুষ এই সোশ্যাল প্লাটফর্ম বেবহার করে থাকে । এই সোশ্যাল প্লাটফর্ম বর্তমানে মার্কেটিং এর উপযুক্ত স্থান হিসেবে ও পরিগণিত হচ্ছে । কারণে অকারণে আমরা ফেইসবুক এ টেক্সট কিংবা ইমেজ স্টেটাস দেয়ার পাশি পাশি ভিডিও আপলোড কিংবা লাইভ স্ট্রিমিং করে থাকি । এই সব চিন্তা করে ফেইসবুক কর্তৃপক্ষ YouTube এর মতো Ads monetize সুবিধা নিয়ে আসে ।

ফেইসবুক এ দুই ভাবে ads monetize করা যায় । যথা : ভিডিও blogging এবং ইনস্ট্যান্ট আর্টিকেল । দুই monetization সাধারণত ফেইসবুক পেজ এ করতে হয় ।
ভিডিও ব্লগিং টা YouTube এর মতোই আর ইনস্ট্যান্ট আর্টিকেল হলো ব্লগ সাইট লিংক করে ব্লগ এর পোস্ট গুলো ফেইসবুক পেজ এ শো করা । দুটোর জন্য আলাদা শর্ত মেনে রেজিস্ট্রেশন করতে হয় এবং রিকুইরেমেন্ট ফুলফিল হলে monetization এলাও করা হয় ।

Freelancing : অনলাইন থেকে আয়ের একটি সর্বোৎকৃষ্ট ও বিস্বস্থ পন্থা হচ্ছে আউট সোয়ার্কিং।আউট sourcing এর মাধ্যমে বর্তমানে অনলাইন জগতে অনেকেই নিজেকে প্রতিষ্টিত করেছে । আপনি ও আপনাকে এই পেশায় প্রতিষ্টিত করতে পারেন । এই পেশায় অধিষ্টিত হতে গেলে প্রয়োজন ধর্য্য ও অভিজ্ঞতা । অভিজ্ঞতা বলতে কোনো একটা বিষয়ের উপর টেকনিকাল নলেজ যথা : গ্রাপিক্স ডিসাইন, ফটোশপ , সফটওয়্যার ডেভেলপ , ওয়েব ডেভেলপ , অনলাইন মার্কেটিং  আরো অনেক বিষয় আছে যাতে যেকোনো একটি বিষয়ের উপর অভিজ্ঞ হতে হয় । বায়ার তথা freelancing সাইট এ রেজিস্ট্রেশন করে এই সব কাজের জন্য আবেদন করে কাজ সম্পাদন করলেই পেমেন্ট পাওয়া যায়  । আরো বিস্তারিত জানতে এইখানে ভিসিট করুন ।

Crypto Mining : ক্রিপ্টোমাইনিং এমন একটি প্রক্রিয়া যার মধ্যে বিভিন্ন ধরণের ক্রিপ্টোকারেন্সির লেনদেন যাচাই করা হয় এবং ব্লকচেইন ডিজিটাল খাতায় যুক্ত করা হয়।আপনি যদি আপনার পিসি বা মাইনিং হার্ডওয়্যার কে এই কাজে বেবহার করতে দেন তাহলে প্রতি লেনদেন এ আপন একটা কমিশন পাবেন । এটাই হচ্ছে মূলত ক্রিপ্টোমাইনিং । বিভিন্ন প্রকার cryptocurrency মাইনিং করা যায় তার মধ্যে অন্যতম হলো বিটকয়েন । বিটকয়েন মাইনিং করে আপনি সহজে অনলাইন থেকে উপার্জন করতে পারেন । বিস্তারিত জানতে এই লিংক এ ভিসিট করুন ।

No comments:

Post a Comment

এইখানে আপনার মন্তব্য লেখুন